1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জন কারাগারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮ বার পঠিত
ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি !!  বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। তারা হলেন, ভান নুন নোয়াম বম, লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫০) ও ভান বিয়াক বম (২৩)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

পুলিশ জানায়, সোমবার বিকেলে বান্দরবানের রুমা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় ৭ আসামীকে গ্রেফতার করে।বান্দরবান আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, ৭ আসামীকে আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

গত ২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে অস্ত্রধারীরা। ধারণা করা হচ্ছে ওই সময় কেএনএফের শতাধিক সদস্য অংশ নেয়। এ সময় তাঁরা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়। টাকা নিতে না পেরে তারা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। পরে ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টা পর তাকে রুমা বাজার এলাকা থেকে উদ্ধার করে র‌্যাব।

 

এদিকে রুমার ডাকাতি ও হামলার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা হয়েছে। কেএনএফসদস্যসহ এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। লুট হওয়া অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews