1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

চট্রগ্রামে ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে সুজন

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।গতকাল শনিবার ১৩ মে বিকেল থেকে রাত অবধি নগরীর হালিশহর আনন্দবাজার জেলে পাড়া, ধুমপাড়া, আকমল আলী রোডের বেড়িবাঁধসংলগ্ন জেলা পাড়া, পতেঙ্গা চরপাড়া, নেভাল একাডেমী সংলগ্ন এলাকার অধিবাসীদেরকে ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য বিপদ সম্পর্কে মাইকে অবহিত করেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান।

এসময় উপকূলীয় এলাকাবাসীর উদ্দেশ্যে সুজন বলেন ঘূর্ণিঝড় মোখা আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। যেকোন সময় বাংলাদেশের উপক‚লে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকার বিশেষ করে সাগরপাড়ে অবস্থিত জেলে পাড়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান তিনি। তিনি বলেন ১৯৯১ এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সময়ও এলাকাবাসী অবহেলা করে নিজ নিজ বাসায় অবস্থান করেছেন। ফলত অনেক প্রাণ হারাতে হয়েছে অনেক নারী, পুরুষ এবং শিশুদের। তাই জীবন বাঁচাতে অবশ্যই প্রশাসন কর্তৃক নির্ধারিত আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি। পাশাপাশি ঘরের আসবাবপত্র শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখারও আহবান জানান সুজন। গৃহপালিত গবাদি পশুদেরকেও নিরাপদ আশ্রয়ে রাখার অনুরোধ জানান তিনি। তিনি ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় আপদকালীন সময়ের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধপত্র সংগ্রহে রাখার জন্য উপকূলীয় এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। এছাড়া মোবাইল এবং জরুরি ইলেকট্রনিক যন্ত্রপাতিও চার্জ দিয়ে রাখার আহবান জানান। তাছাড়া যেকোন বিপদ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের জরুরি নাম্বারে যোগাযোগ করার আহবান জানান সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য শওকত হোসাইন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মো. হোসেন, মোরশেদ আলম, মো. সেলিম, কামরুল হোসেন, হাফেজ মো. ওকার উদ্দিন, অনির্বাণ দাশ বাবু, মো. শাহজাহান, সমীর মহাজন লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, মো. বেলাল, ওয়াহিদ চৌধুরী, আরাফাত সরোয়ার খান জিকু, সাজ্জাদ হোসেন মনু, হাসান হাবিব সেতু, আশীষ সরকার নয়ন প্রমূখ।

চট্রগ্রামে ঘূর্ণিঝড় মোখা সতর্কতায় উপকূলীয় এলাকাবাসীর পাশে সুজন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews