1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক পিকাপের সংর্ঘষে নিহত ৪

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লার সদর দক্ষিণের জোড়কাননে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে ৪ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হবার ঘটনায় দুর্ঘটনা কবলিত পিক আপটিতে অন্তত ২৫ জন চড়ছিলো বলে জানিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনা কবলিত পিকআপ যাত্রী আহত যাত্রী মোঃ ইউসুফ। ইউসুফ জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটিতে খেলোয়াড় দর্শকসহ অন্তত ২৫/২৬ জন ছিলো। উপজেলা মাঠে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে সংঘর্ষ হবার পর পিকআপটি ট্রাকের নিচে ঢুকে যায়। এরপর সবাই ছিটকে পরতে থাকে। আমরা যারা কম আহত হয়েছি তারা একটা সিএনজি দিয়ে মেডিকেলে আসি, বেশি যারা আহত হয়েছে তাদের এ্যাম্বুলেন্সে করে আনা হয়। এর চেয়ে বেশি আমি আর কিছু মনে করতে পারছি না। আমার বুকে অনেকখানি কেটে গেছে।গতকাল রবিবার বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সাথে উল্টোপথে আসা পিকআপটির সংঘর্ষ হয়। পিকআপের যাত্রীরা বেশির ভাগই তরুন। তারা সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের জোড়কানন বনাম বারপাড়া ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলায় অংশ নিতে যাচ্ছিলেন।আহতদের উদ্ধারকারী লালবাগ এলাকার বাসিন্দা সিফাত জানান, হাসপাতালে দুই জন মারা গেছে। আর ঢাকায় নেবার পথে আরো দুই জন মারা গেছে। আমরা যখন উদ্ধার করি নিহত অবস্থায়ই দুই জনকে পাই। গুরুতর আহত আরো ৮-৯ জন ছিটকে পড়ে ছিলো। সবাই মাথা , হাত, পায়ে গুরুতর আঘাত পাওয়া অবস্থায় কাঁতরাচ্ছিলেন। পরে আমরা তাদের কোন রকমে যানবাহন ব্যবস্থা করে মেডিকেলে পাঠাই।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত চিকিৎসক শাওন শিকদার জানান, আহত যারাই এসেছেন গুরুতর আহতদের বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন। গুরুতর আহতদের আমরা ঢাকায় রেফার করেছি।জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা হলেন জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে পিকআপ চালক মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভুতা মিয়ার ছেলে মো ফয়সাল (২১)এই বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ জানান, আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের জোড় কানন ইউপি বনাম বারপাড়া ইউনিয়নের ফুটবল খেলা অনুষ্ঠিত হবার হবার কথা ছিলো। দুর্ঘটনা কবলিতরা খেলায় অংশ নিতে মাঠের দিকে আসছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দুই জনের মরদেহ দেখতে পেয়েছি, স্থানীয় ভাবে আরো দুই জনের মৃত্যুর খবর পেয়েছি।

এই বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, পিকআপ ভ্যান দুইটি মহাসড়কে উল্টো পথে আসছিল।একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সাথে সামনে থাকা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews