1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা চট্টগ্রামে নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবসে কুমিল্লায় নানা আয়োজন আগামীকাল থেকে হজ ফ্লাইট শুরু শনির আখড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠানে ৯জন অসুস্থ নাঙ্গলকোটে নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ দুই চেয়ারম্যান প্রার্থী কুমিল্লায় সাকিবের ব্র্যান্ডসপ উদ্বোধন দেখতে এসে যুবক বিদ্যুতায়িত চট্টগ্রামে সড়ক নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে সিএমপি ও চসিক সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী মহামারী মোকাবেলায় উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী

কোরআন হাতে নিয়ে মেয়রের দায়িত্ব নিলেন সূচনা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পঠিত

আরাফাত হোসেনঃ এই যেনো এক অন্যরকম দায়িত্ব গ্রহণের দৃশ্য দেখলো কুমিল্লাবাসী।বিলুপ্ত কুমিল্লা পৌরসভা ও সিটি করপোরেশনের ইতিহাসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছুঁয়ে বা হাতে নিয়ে সততার সঙ্গে কাজ করার অঙ্গিকার করে এই প্রথম কোন নগরকর্তা দায়িত্ব গ্রহণ করলেন।তিনি হচ্ছেন কুমিল্লার ‘গণমানুষের নেতা’ কুমিল্লা ০৬ আসনের চারবারের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের কন্যা ডা. তাহসিন বাহার সূচনা।

 

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র হিসেবে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গিকার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় নবনির্বাচিত মেয়রের হাতে পবিত্র কোরআনের একটি কপি শোভা পাচ্ছিল।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।এর আগে বেলা সাড়ে ১১টায় নগর উদ্যানের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র তাহসিন বাহার সূচনা।

 

কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে প্রবেশের সময় লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনাকে বরণ করেন সিটি করপোরেশন কর্মকর্তারা।

 

পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর তাহসিন বাহার সূচনা বলেন, ‘আজকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমার জীবনের বড় ধরনের একটি সূচনা হলো।আমাকে যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শততার সাথে এ দায়িত্ব পালন করবো।নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করবো। আমার কাজের প্রথম গুরুত্বে থাকবে নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসন করা। দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা হবে। এছাড়া একে একে আমি আমার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবো।’

 

তাসিন বাহার সূচনা আরও বলেন, ‘মেয়র নয় আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে কাজ করবো।’

 

মেয়রের দায়িত্বভার গ্রহণকালে ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি, সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, মেয়র তাহসিন বাহার সূচনার মা বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার সহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদটিশূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।পরবর্তীতে ৯ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডা. তাহসিন বাহার। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি।

 

তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যৈষ্ঠ কন্যা। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews