1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
রবিবার, ১২ মে ২০২৪, ০১:১০ অপরাহ্ন

মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনেরা এখনই সরছেন না, সময় নিতে চান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৮ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মন্ত্রী-সংসদ সদস্যদের নিকটাত্মীয়দের কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরপরও মন্ত্রী-সংসদ সদস্য যাঁরা সন্তান ও স্বজনদের ভোটের মাঠে নামিয়েছেন, তাঁদের অনেকে বলেছেন, দল আসলে কতটা কঠোর হবে, সেটা তাঁরা বোঝার চেষ্টা করছেন। সে জন্য তাদের স্বজনেরা ভোট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে সময় নেবেন।

নোয়াখালীর সুবর্ণচরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়নকাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নাটোরে লুৎফুল হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এসব খবরসহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন বলে দলটির সূত্রগুলো বলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews