1. barurarkotha@gmail.com : barurarkotha : baruarkotha
  2. reporter1@barurarkotha.com : বরুড়ার কথা প্রতিনিধি : বরুড়ার কথা প্রতিনিধি
  3. admin@barurarkotha.com : unikbd :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

কুসিক উপ-নির্বাচনে মাঠে থাকছেন ৯ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা  সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত বিচারকার্জ সাধনের জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৯ জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে তারা এ দায়িত্ব পালন করবেন।নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বিচারিক কাজ পরিচালনার জন্য প্রত্যেকের সঙ্গে একজন সশস্ত্র এসআই (পুলিশের উপ পরিদর্শক)-এর নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়োগ করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনকে সামনে রেখে আজ থেকে কুমিল্লার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এবং ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।

 

৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন। ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা আক্তার। ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন।

 

১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। ১৯,২০ ও ২১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সৈয়দা মোসাদ্দেকা। ২২,২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ এবং ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল।

 

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএম মেশিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Theme Customized By BreakingNews